ফেসবুকের মাধ্যমে চোর গ্রেফতার
প্রযুক্তি ডেস্কঃ ফেসবুকের মাধ্যমে গ্রেফতার হলো এক চোর। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পলস শহরে এ ঘটনা ঘটে। চোরের নাম নিকোলাস উইগ।
চুরি যাওয়া জিনিসের মালিক নিক ডাব বলেছেন, কাজ শেষে ঘরে ফিরে এসে ঘরের সদর দরজা খোলা দেখি। ভিতরে ঢুকে দেখতে পাই, টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র উধাও। কিন্তু কম্পিউটার খোলা। জিনিসপত্র নিয়ে চোর কেটে পড়েছে। কিন্তু করেছে মারাত্মক ভুল। যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার অ্যাকাউন্ট খুলে রেখে গেছে।
এবার কোথায় যাবে চোর? দ্রুত নিক ডাব ওই অ্যাকাউন্টে ঢুকে চোরের সব তথ্য জেনে নেন। চোরের নাম নিকোলাস উইগ। বয়স ২৬। ফেসবুক থেকে চোরের ছবিটিও নিয়ে সোজা থানায় অভিযোগ করেন নিক ডাব। অভিযোগের ভিক্তিতে নিকোলাসকে গ্রেফতারের কাজে নেমে পড়ে পুলিশ। ধরা পড়ে সে। ধরার পর তার হাতে চুরি যাওয়া ঘড়ি পাওয়া যায়।
পুলিশের কাছে নিকোলাস উইগ স্বীকার করেছে যে, সে ওই বাড়িতে ঢুকেছিল। বৃষ্টিতে ভেজা জামাকাপড় ঘরে রেখেছে। ফেসবুকে লগইন করেছে এবং জিনিসপত্র চুরি করেছে।
ডাকোটা কাউন্টির অ্যাটর্নির কার্যালয়ের মুখপাত্র মনিকা জেনসেন বলেন, এ এলাকায় এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। অপরাধের জন্য নিকোলাসের ১০ বছরের কারাদণ্ডাদেশসহ ২০ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে।