বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নাটোর প্রতিনিধিঃ জেলার বাগাতিপাড়ায় ইয়াসিন আলী (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।নিহত ইয়াসিন আলী উপজেলার কৈচরপাড়া গ্রামের মৃত বাহার আলীর ছেলে।দবাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত ১১টারদিকে ইয়াসিন আলী বাগাতিপাড়া বাজারে এক সালিশ শেষে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে।তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।