কম দামে আইফোন ৬
প্রযুক্তি ডেস্কঃ আইফোন ৫ এসের থেকে কম দামে পাওয়া যাবে আইফোন ৬। চীনের তথ্য প্রযুক্তি বিষয়ক একটি সাইট দাবি করেছে আইফোন ৫ এসের থেকে কমপক্ষে একশো ডলারের বেশি কমে পাওয়া যাবে আইফোনের ষষ্ঠ সংস্করণটি।তাদের পক্ষ থেকে বলা হয় ৪ দশমিক ৭ ইঞ্চি পর্দাবিশিষ্ট ফোনটির বাজারমূল্য হতে পারে ৮৫০ মার্কিন ডলার। যেখানে আইফোন ৫ এসের বর্তমান বাজার মূল্য ৯৭৯ ডলার। ওয়েবসাইটটি আরো জানায় সেপ্টেম্বরের দিকে আইফোনের ৬ এর ৩২ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবির তিনটি সংস্করণ বাজারে ছাড়া হবে। তবে ১৬ জিবির কোনো সংস্করণ বাজারে আসবে না।বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যে দাবি করা হচ্ছে দুই জিবি র্যামের আইফোন ৬ এ থাকবে ৬৪ বিটের এএইট প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, সূর্যের রশ্মির সাহায্যে চার্জিং, ফিঙ্গারপ্রিন্ট লকসহ স্বাস্থ্য বিষয়ক বেশ কিছু ফিচার। তবে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের পক্ষ থেকে এখন পর্যন্ত ফোনটির বিষয়ে কোন কিছুই ঘোষণা করা হয়নি।