পাকিস্তানের প্রেতাত্মা এখন শেখ হসিনার ওপরঃদুদু
এই দেশ এই সময়,ঢাকাঃ পাকিস্তানের প্রেতাত্মা শেখ হসিনার ওপর ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠন ঐক্যপরিষদ আয়োজিত ‘বর্তমান আওয়ামী সরকারের অপশাসনের প্রতিবাদে’ মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, “পাকিস্তান সরকার বিরোধী মতের ওপর জুলুম, নির্যাতন, মামলা, হামলা চালিয়েছিল। সেই পাকিস্তানের প্রেতাত্মা এখন শেখ হসিনার ওপর ভর করছে।”
তিনি বলেন, “শেখ হাসিনার শাসনামলে কেউ নিরাপদ নয়। তার আমলে মানুষ কর্ম হারিয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে। খালেদা জিয়াসহ নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে।”
সুষমা স্বরাজ বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, “শক্তিশালী ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভাবার বিষয় রয়েছে। বাংলাদেশ সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারত কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয় জনগণের সঙ্গে কাজ করবে। তারা পরিবর্তনের সঙ্গে থাকবে।
আয়োজক সংগঠনের সভাপতি মেজর (অব.) মো. হানিফের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।