শেখ হাসিনা আশাহতঃহান্নান শাহ
নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
‘কোন বিশেষ দলের সঙ্গে নয়, বিজিপি সরকার বাংলাদেশের জনগণের সাথে কাজ করবে’ সুষমা স্বরাজের এই বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এই বক্তব্যে আশাহত হয়ে বলেছেন, সুষমা স্বরাজের কাছে বেগম জিয়া কান্নাকাটি করেছেন। কিন্তু বেগম জিয়া নয় ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনাই ভারতের কাছে কান্নাকটি করেছেন। ফলে আওয়ামী লীগই ভারতের কাছে কান্নাকাটি করে ক্ষমতা টিকে রেখেছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ আয়োজিত ‘বর্তমান সরকারের গণবিরোধী আচরণে বিরোধী দলের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
সুষমা স্বরাজের কাছে বেগম খালেদা জিয়া কান্নাকাটি করেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের জবাবে হান্নান শাহ বলেন, সুষমা স্বরাজের কাছে বেগম জিয়া কান্নাকাটি করেছেন। এটা আপনি কিভাবে শুনলেন। যদি শুনেই থাকেন তাহলে কি আমরা ধরে নেবো সুষমা স্বরাজের রুমে আপনি আড়িপাতার যন্ত্র রেখেছিলেন?
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহুরুপী চরিত্রের মানুষ হিস্যাবে অখ্যায়িত করে তিনি বলেন, শেখ হাসিনা সময়ে সময়ে তার রুপ পরিবর্তন করেন। ফলে তাকে দিয়ে দেশের ভালো কিছু আশা করা যায় না।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা নুরউদ্দিন সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্যে রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম হোসেন বীরপ্রতিক, বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা ইসলাম প্রমুখ।