ব্রাজিল ভাগ্যের সহায়তা পেয়েছেঃস্কলারি
স্পোর্টস ডেস্কঃ চিলির বিরুদ্ধে ব্রাজিল ভাগ্যের সহায়তা পেয়েছে, তা স্বীকার করে নিলেন নেইমারদের কোচ লুইস ফেলিপে স্কলারি৷ নির্ধারিত সময়ে সানচেজদের বিরুদ্ধে খেলার ফল ১-১ ছিল৷ তারপর টাইব্রেকারে ৩-২ গোলে ম্যাচ জিতেছে ব্রাজিল৷ যেভাবে প্রি-কোয়ার্টার ফাইনালের বাধা টপকে গিয়েছে ব্রাজিল তাতে ভাগ্যের সহায়তা ছাড়া সম্ভব হত না বলে মনে করছেন তিনি৷
ম্যাচ শেষে স্কলারি বলেছেন, ‘কিছু সুযোগ কাজে না লাগাতে পারলে আমরা বিশ্বকাপ থেকে ছিটকে যেতাম ৷ ১১৮ মিনিটে বল ক্রসবারে লেগে ফিরে আসে৷ তার মূল্য আমাদের দিতে হত৷ আমরা ভাগ্যের সহায়তা পেয়েছি চিলি ম্যাচে৷’
একইসঙ্গে স্কোলারি বলেছেন, ‘আমরা গোলের চারটি সুযোগ পেয়েছিলাম ৷ কিন্তু গোল করতে পারিনি৷ তবুও ম্যাচ জিতে গিয়েছি৷ এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে৷ কলম্বিয়ার বিরুদ্ধে সেরা খেলা তুলে ধরতে হবে আমাদের ৷’
Posted in: খেলা