পাস হচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট
এই দেশ এই সময়,ঢাকাঃ কোনো রকম বিরোধীতা ছাড়াই দশম জাতীয় সংসদের প্রথম বাজেট পাস হচ্ছে রোববার। জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির পূর্ণ সমর্থনেই প্রথমবারের মতো বাজেট পাস হবে। সংসদীয় গণতন্ত্র চালু হবার পর এবারই প্রথম বিরোধী দলের পূর্ণ সমর্থন নিয়ে কোনো বাজেট পাস করছে সরকার।
বাজেট পাস উপলক্ষে সংসদ পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে। বাজেট পাসের দিন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদসহ অধিকাংশ সংসদ সদস্যই উপস্থিত থাকবেন। নতুন এই বাজেট ১ জুলাই থেকে কাযর্কর হবে।
রোববার সকাল ১০টা ৮ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন-জিজ্ঞাসা টেবিলে উত্থাপন। এরপর প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটের ছাটাই প্রস্তাব নিয়ে আলোচনা। গত ৫ জুন প্রস্তাবিত বাজেটে আকার ছিলো ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।