সবুজ বোতলে বিদেশি পানি খান ‘বিএনপি নেত্রীঃশেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি নেত্রী সবুজ বোতলে বিদেশি পানি খান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে নদী ও বৃষ্টির পানি ব্যবহারে বর্তমান সরকারের সফলতা বর্ণনাকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিএনপি নেত্রী সবুজ বোতলে বিদেশি পানি খান। আর আমি দেশি পানি খাচ্ছি।’তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর নদীর পানি, বৃষ্টির পানি ব্যবহারে উদ্যোগ নিয়েছি। বিরোধী নেতা বিদেশি পানি খাচ্ছেন। আমি একদম দেশি পানি খাচ্ছি। উনি বিদেশি বোতলে পানি খান আর ভাবেন, সবাই বিদেশি বোতলে পানি খাচ্ছেন।’
Posted in: জাতীয়