মুনাজাতে সামিল হন,বিদ্যা!
বিনোদন ডেস্কঃ ছবি রিলিজের আগে জাত-ধর্ম যেন সবারই এক। এর আগে ঐশ্বরিয়া, ক্যাট তাদের ছবির সাফল্যে মাজারে দৌড়ে গিয়েছেন। বোরকা পরেছেন। তবে এবারে বিদ্যা বোরকা না পরলেও তার আপকামিং চলচ্চিত্র ‘ববি জাসুস’-এর সাফল্যের জন্য হায়দ্রাবাদের মাহিম দরগায় মুনাজাতে সামিল হন।
মনে মনে হয়তো সৃষ্টিকর্তার কাছে চাইছেন নিজের বিবাহোত্তর পড়তি ক্যারিয়ারে আলোর মুখ ফিরে পেতে।
Posted in: বিনোদন