স্তন ছোট করতে পরামর্শ স্কুল কতৃপক্ষের
অনলাইন ডেস্কঃ উত্ত্যক্তের হাত থেকে রেহাই পেতে স্তন ছোট করতে পরামর্শ দিয়েছেস্কুল কর্তৃপক্ষ। বৃটেনের এক স্কুল কর্তৃপক্ষ এক ছাত্রীকে এমন পরামর্শ দিয়েছে।বৃটেনে মিসৌরির স্কুল ছাত্রী তার সহপাঠী দ্বারা উত্ত্যক্তের শিকার হয়ে আসছে বলে স্কুল কর্তৃপক্ষের নিকট তার মা অভিযোগ করেন। এর জানাবে স্কুল কর্তৃপক্ষ তাকে সাফ জানিয়ে দেয়, উত্ত্যক্ত করা থেকে রেহাই পেতে তার মেয়ে যেন সার্জারির মাধ্যমে স্তন ছোট করে নেয়।ওই শিক্ষার্থীর বাবা টেমি জ্যাকসন বলেন, বড় আকৃতির স্তনের জন্য তার মেয়ে গ্যাব্রিলি সেন্ট্রাল মিডল স্কুল ডিস্ট্রিক্টের সহপাঠীদের হাতে দীর্ঘদিন ধরে যৌন হয়রানির শিকার হয়ে আসছিল। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষরে নিকট অভিযোগ করতে গেলে তারা তাকে যে পরামর্শ দেন, তাতে তিনি মারাত্মকভাবে বিস্মিত হয়েছেন।জ্যাকসনের কথায়, একজন কর্মকর্তা তাকে বলেন যে, তার মেয়ের স্তন বেশ বড় হবার কারণে সে সবসময় উত্ত্যক্তের শিকার হয়ে থাকে। ওই মহিলা এ ব্যাপারে সমাধান জানতে চাইলে তিনি তার মেয়ের স্তন সার্জারির মাধ্যমে ছোট করে ফেলার পরামর্শ দেন।জ্যাকসন বলেন, ওই কর্মকর্তা এমনভাবে আমাকে ব্যাপারটি বলল, যেন বড় স্তন থাকাটা দোষের কিছু। এটা যেন স্রষ্টার ভুল!