বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেনঃওবামা

পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেনঃওবামা 

obama

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মাস obamaউপলক্ষে আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি ও মিশেল যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মুসলমানদের শুভ কামনা করছি।
মুসলিম বাবার ঘরে জন্ম নেওয়া ওবামা রোজার ইতিবাচক দিকগুলো তুলে ধরে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। হানাহানি ও দ্বন্দ্ব-সংঘাত থেকে সরে শান্তির পথে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিবছরের মতো এবারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে ইফতার আয়োজনের অপেক্ষায় আছেন বলে জানান ওবামা।
এদিকে রমজান মাস উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরাকে মাথাচাড়া দিয়ে ওঠা ইসলামি জঙ্গিদের গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশা আবদুল্লাহ।
আমরা এখানে সন্ত্রাসীদের কোনো চক্র গড়ে উঠতে দেব না, আমাদের মাতৃভূমিকে বা এর কোনো সন্তানকে বা এর কোনো বাসিন্দাকে স্পর্শ করার সুযোগও দেব না। এরা সুরক্ষিত মুসলিমদের আতঙ্কিত করার ব্যক্তিগত স্বার্থ আড়াল করতে ধর্মকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে, বলেন তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone