গ্রিসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোস্টারিকা
স্পোর্টস ডেস্কঃ টাই-ব্রেকারে গ্রিসকে (৫-৩) হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল কোস্টারিকা ৷ এই প্রথমবার বিশ্বকাপের শেষ আটে পৌঁছল লাতিন আমেরিকার দেশটি ৷ শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন ব্রায়ান রুইজ, জোয়েল ক্যাম্পেবেলরা।
গ্রুপ ডি চ্যাম্পিয়ন হয়ে রবিবার রিসিফিতে ২০০৪-এর ইউরো চ্যাম্পিয়ন গ্রিসের বিরুদ্ধে এগিয়ে থেকেই শুরু শেষ ষোলোয় লড়াই শুরু করেছিল কোস্টারিকা ৷ গ্রুপে উরুগুয়ে ও ইতালির মতো বিশ্বচ্যাম্পিয়দের হারানো গ্রিসের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন রুইজরা ৷ প্রথমার্ধ্ব গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই কোস্টারিককে এগিয়ে দেন অধিনায়ক রুইজ ৷ ৫২ মিনিটে আলতো পায়ে গ্রিসের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন রুইজ ৷ ক্যাম্পবেলের থেকে বোলানোস বল নিয়ে রুইজকে ঠেলে দেন ৷ বক্সের মধ্যে বল পেয়ে গোলে বল রাখতে ভুল করেননি কোস্টারিকা অধিনায়ক ৷ তারপর বারবার চেষ্টা করেও ৯০ মিনিটের মধ্যে কোস্টারিকার জালে বল জড়াতে পারেননি গ্রিসের ফুটবলাররা ৷ কিন্তু, অতিরিক্ত সময়ের শুরুতেই চমক দেয় গ্রিস ৷ ৯১ মিনিটে গোল শোধ করে গ্রিসের আয়ু সাময়িক বাড়িয়ে দেন সক্রেটিস ৷ গ্রিসের সেন্ট্রাল ডিফেন্ডার গ্রিকাসের থ্রু থেকে গোল করে সমতা ফেরান ৷ ফলে, নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে শেষ হয় ৷
এক্সটা-টাইমে (১২০ মিনিটে ) কোনও দলই গোল করতে পারেনি ৷ ফলে শেষ ষোলোর প্রথম লড়াইয়ের মতো ব্রাজিল-চিলির মতোও কোস্টারিকা-গ্রিস ম্যাচের নিষ্পত্তি হয় টাই-ব্রেকারে ৷ পেনাল্টি শুট-আউটে গ্রিসকে ৫-৩ হারিয়ে শেষ হাসি হাসে কোস্টারিকাই ৷ বিশ্বকাপে প্রথমবার শেষ আটে পৌঁছে ইতিহাস রচনা করেন রুইজ, ক্যাম্পবেলরা ৷ শুক্রবার কোয়ার্টার ফাইনালে অবশ্য কোস্টারিকার সামনে শক্ত গাঁট ৷ গতবারের রানার্স নেদারল্যান্ডের মুখোমুখি হবে তারা ৷ রবিবার কোস্টারিকা-গ্রিস ম্যাচের আগে মেক্সিকোকে ২-১ হারিয়ে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় নেদারল্যান্ডস ৷
গ্রিসের বিরুদ্ধে শেষ ৫৫ মিনিট ১০ জনে খেলেও জয় ছিনিয়ে নেয় কোস্টারিকা ৷ ৬৬ মিনিটে ম্যাচে দু’ বার হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান অস্কার দুআর্টে ৷ এর পরও আক্রমণাত্মক ফুটবল থেকে সরে আসেনি কোস্টারিকা ৷ ইউরোপের দলটির বক্সে বেশ কয়েকবার হানাও দেয় রুইজরা ৷ কিন্তু, শেষ এক ঘণ্টায় প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে জাল বল জড়াতে পারেননি তাঁরা ৷ পেনাল্টি শুট-আউটেও সমানে সমানে পাল্লা দিচ্ছিল দুই দল ৷ প্রথম তিনটি করে গোল করার পর গ্রিসের ভাগ্যে অন্ধকার নেমে আসে ৷ চতুর্থ কিক কোস্টারিকা গোলকিপার নাভাসের হাতে মারেন থিওফানিস গ্রিকাস ৷ ৩৪ বছর বয়সি স্ট্রাইকারের টাই-ব্রেকার মিসেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় গ্রিস ৷
Posted in: খেলা