৬৮ বছরের দাম্পত্যে মৃত্যুও পারেনি বিচ্ছেদ ঘটাতে
অনলাইন ডেস্কঃ ৬৮ বছরের দাম্পত্য জীবনে একটি দিনের জন্যেও আলাদা থাকেননি দুজনে। অবশেষে মৃত্যুও পারলো না তাদের আলাদা করতে।নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২১ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯১ বছর বয়স্ক ম্যাঞ্চেস্টারের বাসিন্দা জর্জ ডাউটি। বয়সের ভার তো রয়েছেই সে সঙ্গে আবার ফুসফুসে সংক্রমণ। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার বদলে ক্রমশই খারাপ হতে থাকে। দুদিন পরে তাই আইসিইউ-এ নেয়া হয় জর্জকে।এই পর্যন্ত স্বামীর পাশে পাশেই ছিলেন ৯২ বছরের ডরোথি। দুশ্চিন্তা বাড়ছিল, ঝক্কিও নিতে পারছিলো না শরীর। ইতিমধ্যে শরীরে দানা বাঁধে ছোঁয়াচে রোগের জীবাণু। ২৪ মে একই হাসপাতালে ভর্তি করানো হয় ডরোথিকে। তারপর একটা সপ্তাহ…। জর্জ আইসিইউ-য়ে আর স্ত্রী হাসপাতালের অন্য কেবিনে। ছোঁয়াচে রোগ বলে একবারের জন্যও জর্জের সঙ্গে দেখা করতে পারেনি ডরোথি।ডরোথির লড়াইটা শেষ হল ১ জুন। জর্জ তখন জানেনও না তাঁর ৬৮ বছরের সঙ্গী ওই হাসপাতালেরই একটি ঘরে জীবনযুদ্ধ শেষ করেছেন। তবে মৃত্যুও বাধা হতে পারল না দুজনের মাঝে। সে দিনই রাতে চলে গেলেন জ