ইতালি উপকূলে নৌকা থেকে ৩০ অভিবাসীর মৃতদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্কঃ সিসিলি ও উত্তর আফ্রিকান উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা থেকে ৩০টি মৃতদেহ উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী।ওই অভিবাসীরা সবাই শ্বাসকষ্টে মারা গেছেন বলে ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে।মাছ ধরার ওই নৌকাটিতে প্রায় ৬০০ জন অভিবাসী ছিলেন। তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে দুইজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন।ইতালির উপকূলীয় এলাকা দিয়ে ভূমধ্যসাগর পার হয়ে ভাগ্য পরিবর্তনের আশায় আফ্রিকার অবৈধ অভিবাসীরা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় তারা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে।চলতি মাসের শুরুতে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপ পার হওয়ার সময় লিবিয়া উপকূলের কাছে আদিবাসী নৌকা ডুবে কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছিল।গত বছরের অক্টোবরে ল্যাম্পেদুসার কাছে নৌকা ডুবে মারা গিয়েছিল ৩৬০ জন।