বিশ্বকাপে প্রথম কুলিং ব্রেক
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ দেখল প্রথম কুলিং ব্রেক। প্রথম অনেক কিছুই দেখছে এবারের ব্রাজিল বিশ্বকাপ। গোললাইন প্রযুক্তির পর রবিবার প্রথমবারের মতো বিশ্বকাপের খেলার মাঝপথে দেয়া হলো বিরতি।
প্রচণ্ড গরমের কারণে প্রথম ও দ্বিতীয়ার্ধে তিন মিনিটের জন্য বিরতি দেয়া হয়।
প্রথমার্ধের ৩২ মিনিটের মাথায় তিন মিনিটের বিরতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পর্তুগিজ রেফারি পেদ্রো প্রোনেনকা। দ্বিতীয়ার্ধেও ৭৬ মিনিট পরে দেয়া হয়েছে কুলিং ব্রেক।
ফিফার নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ চলার সময় যদি তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায়, তাহলে দেওয়া হবে এই বিরতি। সূত্র: বিবিসি অনলাইন
Posted in: খেলা