সেরা আটে ফ্রান্স
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের নকআউট রাউন্ডে নাইজেরিয়ার বিপক্ষে ৭৯ মিনিটের সময় ফ্রান্সের পল প্রগবা গোল করে দলকে ১-০ এগিয়ে নেয়। এরপর ৯১ মিনিটের সময় নাইজেরিয়ার অধিনায়ক জোসেফ ইউবোর পায়ে লেগে আত্মঘাতি গোল হজম করতে হয় নাইজেরিয়ানদের। এরফলে ২-০ জিতে ফ্রান্স উঠে আসে সেরা আটে। এর আগে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে নাইজেরিয়া প্রথমার্ধে ড্র করেছে।
সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিলের ব্রাসিয়িলায় এ খেলা অনুষ্ঠিত হয়।
এবারের আসরে ফরাসিদের টপ ফেবারিট ভাবা হলেও সুপার ঈগলদের বিপক্ষে খুব এগিয়ে থাকতে পারেনি। তবে উভয় দলই বেশ ক’টি গোলের সুযোগ পেয়েছে।
আসরের হট ফেভারিট হিসেবেই ভাবা হচ্ছে ফরাসিদের। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের মিশনে ব্রাজিলে এসেছে তারা। সুপার ঈগলদের চ্যালেঞ্জ জয় করে তাই কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র খুঁজতে মাঠে নেমেছে ফ্রান্স। অন্যদিকে, নাইজেরিয়াও মাঠে নেমেছে কোয়ার্টার ফাইনালে চোখ রেখে