বিয়ের কথা গোপন করে অপরাধ করেছিলেন মোদি
আদালত গতকাল সোমবার এ কথা জানিয়েছেন বলে ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে জানানো হয়।
মোদি তথ্য প্রকাশ না করে জনপ্রতিনিধিত্ব (আরপি) আইনে অপরাধ করেছেন। তবে ওই আইন লঙ্ঘনের কোনো ঘটনার ক্ষেত্রে এক বছরের মধ্যে অভিযোগ দাখিল করতে হয়। কিন্তু মোদির বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছিল ঘটনার এক বছর চার মাস পর। এখন আর পিটিশন গ্রহণ ও এফআইআর জারির সুযোগ নেই।
গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী মোদি। লোকসভা নির্বাচনের সময় মোদি প্রথমবারের মতো স্বীকার কারেন যে তিনি বিবাহিত, তাঁর স্ত্রী আছে। এর আগে তিনি গুজরাটের বিধানসভা নির্বাচনের হলফনামায় স্বামী বা স্ত্রীর ঘরটি পূরণ না করে খালি রাখতেন।