বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বিয়ের কথা গোপন করে অপরাধ করেছিলেন মোদি

বিয়ের কথা গোপন করে অপরাধ করেছিলেন মোদি 

modi
আন্তর্জাতিক ডেস্কঃ  ২০১২ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় বৈবাহিক অবস্থার তথ্য প্রকাশ না করে নরেন্দ্র মোদি অপmodiরাধ করেছিলেন বলে জানিয়েছে ভারতের গুজরাটের আহমেদাবাদের একটি আদালত।

আদালত গতকাল সোমবার এ কথা জানিয়েছেন বলে ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে জানানো হয়।

মোদি তথ্য প্রকাশ না করে জনপ্রতিনিধিত্ব (আরপি) আইনে অপরাধ করেছেন। তবে ওই আইন লঙ্ঘনের কোনো ঘটনার ক্ষেত্রে এক বছরের মধ্যে অভিযোগ দাখিল করতে হয়। কিন্তু মোদির বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছিল ঘটনার এক বছর চার মাস পর। এখন আর পিটিশন গ্রহণ ও এফআইআর জারির সুযোগ নেই।

মোদির বিরুদ্ধে এফআইআর জারির আবেদন জানিয়ে পিটিশনটি করেছিলেন আম আদমি পার্টির (এএপি) নিসান্ত ভার্মা।

গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী মোদি। লোকসভা নির্বাচনের সময় মোদি প্রথমবারের মতো স্বীকার কারেন যে তিনি বিবাহিত, তাঁর স্ত্রী আছে। এর আগে তিনি গুজরাটের বিধানসভা নির্বাচনের হলফনামায় স্বামী বা স্ত্রীর ঘরটি পূরণ না করে খালি রাখতেন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone