তাপসের হয়ে ক্ষমা চেয়েছেন স্ত্রী নন্দিনী পাল
আন্তর্জাতিক ডেস্কঃ সাংসদ তাপস পালের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল জাতীয় রাজনীতি। সম্ভবত তার গৃহেও উত্তাপ লেগেছে। তাই তড়িঘড়ি করে তার হয়ে স্ত্রী নন্দিনী পাল ক্ষমা চেয়েছেন।মঙ্গলবার সকালে তিনি বলেন, তাপস পালের হয়ে সারা দেশের মানুষের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। বিরোধী দলের মহিলাদের ‘রেপ’ করে দেয়ার যে হমকি দিয়েছেন সাংসদ, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নন্দিনীর বক্তব্য ‘রেপ’-এর কথা উল্লেখ করা উচিৎ হয়নি তার’। যদিও তাপস পালের দাবি তিনি ‘রেপ’ নয় ‘রেড’ বলেছিলেন। তবে তার এমন দাবি আমলে নিচ্ছেন না স্ত্রী নন্দিনী।এদিকে তার এমন বক্তব্যের লিখিত ব্যাখ্যা চেয়েছে তৃণমূল কংগ্রেস৷দলের টুইটার অ্যাকাউন্টে টুইট করে একথা জানালেন ডেরেক ও’ ব্রায়েন৷তিনি বলেন, ‘তাপস পালের দু’মাস পুরনো যে মন্তব্য সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে সেটি অসংবেদনশীল। তৃণমূল এই বক্তব্যের সঙ্গে কোনভাবেই একমত পোষণ করেনা৷’প্রসঙ্গত, তাপস পাল প্রকাশ্যে এক জনসভায় সিপিএম কর্মীদের উদ্দেশ্যে কর্মী পাঠিয়ে ধর্ষ ও গুলি করে হত্যার হুমকি দিয়েছিল। সূত্র-ওয়েবসাইট।