‘দুই বছর ধরে কারো সঙ্গে ডেটিং করিনি’
বিনোদন ডেস্কঃ সহ-তারকাদের সঙ্গে নানা সম্পর্কের যাবতীয় গুজব উড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এমনকি গত দুই বছর ধরে তিনি পুরোপুরি একা বলেও মন্তব্য করেন এই লাস্যময়ী তারকা। এর আগে বরুন ধাওয়ান এবং অর্জুন কাপুরের সঙ্গে প্রেম ছিল বিশ বছর বয়সী এই তন্বীর।
চলমান গুঞ্জণ সম্পর্কে মহেশ ভাটের তনয়া আলিয়া বলেন, ‘যা বলা হচ্ছে তার পুরোটাই ভিত্তিহীন। গত দুই বছরে আমি কারো সঙ্গে কোনো ডেটিং করিনি। আমি পুরোপুরি একা।’ ২০১২ সালে আলিয়ার অভিষেক হয় করন জোহরের কলেজের জীবন নিয়ে সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এর মাধ্যমে।
ইতিমধ্যে এই তারকাকে ‘হাইওয়ে’ এবং ‘টু স্টেটস’ ছবিতেও দেখা গেছে। কিন্তু এবার নাকি তিনি কমেডি ছবির দিকে মন দেবেন।
সোশাল মিডিয়ার আলিয়ার সাধারণ জ্ঞান নিয়ে বেশ কৌতুক চলে। সে সব কৌতুক আলিয়াকে তো কষ্ট দেয়-ই না বরং ‘এগুলো যথেষ্ট আনন্দ দেয় আমাকে’, বললেন উঠতি তারকা। সূত্র : হিন্দুস্তান টাইমস