অস্ত্রবিরতিতে ইসরায়েল ও হামাস
আন্তর্জাতিক ডেস্কঃ হামলা-পাল্টা হামলার পর সাময়িক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত গাজায় কোনো ধরনের হামলা চালানো হবে না। ৫ ঘণ্টার এই অস্ত্রবিরতি চলাকালে হামাসও ইসরায়েলকে লক্ষ্য করে কোনো রকেট ছুড়বে না বলে জানিয়েছে।
জাতিসংঘের অনুরোধে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়ে ইসরায়েল বলেছে, এই পাঁচ ঘণ্টার মধ্যে গাজার মানুষ যাতে তাদের রসদ সংগ্রহ ও মজুত করতে পারে, সে ব্যবস্থাই তারা করতে চায়।
ফিলিস্তিনিদেরও এই যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা বলেছেন, ‘দুই সপ্তাহ ধরে চলা সংঘর্ষ, বিশেষ করে গাজায় সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা সত্যিই হৃদয়বিদারক। সে কারণেই আমরা ওই অঞ্চলের অংশীদারদের সঙ্গে কাজ করছি একটি যুদ্ধবিরতি আনার জন্য, যাতে উভয় পক্ষের সাধারণ মানুষ রক্ষা পায়।’
এদিকে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার শিশু নিহত হওয়ার ঘটনাকে ইসরায়েল দুঃখজনক বলে বর্ণনা করেছে। এই চার শিশু গাজার সমৃদ্ধ সৈকতে খেলা করার সময় সেখানে গোলা বর্ষণ করা হয়।
ইসরায়েল বলছে, ফিলিস্তিনের হামাস ছিল তাদের হামলার লক্ষ্য। হামাস বলছে এই ঘটনা যুদ্ধাপরাধের শামিল।
তথ্যসূত্র : বিবিসি।
– See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=68e8e6860586596c1e7a37aa64d3fba4#sthash.kMlFBpmz.dpuf