জেদ্দায় ৭ বাংলাদেশি আটক
বশির বাবুল, সৌদি আরব: খোলা বাজারে ইফতারি বিক্রির অপরাধে সৌদি আরবে সাত বাংলাদেশিকে আটক করেছে রমজানে জনস্বাস্থ্য নিশ্চিত করতে মাঠে থাকা একটি বিশেষ টিম।
শনিবার সৌদি আরবের অন্যতম ব্যস্ত শহর জেদ্দার খালাগা খোদার মার্কেট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দেলোয়ার, আবদুল মান্নান, রমজান আলী, সোহাগ, নুর হোসেন, আলমাস ও সোলাইমান।
মার্কেটের ব্যবসায়ী সাইফুর বাংলা নিউজ মেইলকে জানিয়েছেন, ১৫ বছরের ঐতিহ্যবাহী এই বাজারে দোকানদাররা দোকানের সামনে বিভিন্ন ইফতার সামগ্রী রেখে বিক্রি করে। বিগত বছরগুলোতে কোনো রকমের অভিযান চালানো হয়নি। কিন্তু এবারই প্রথম এমন অভিযান চালানো হয়েছে। এবং ইফতারের ঠিক আগ মুহূর্তে এই গ্রেফতার অভিযান চালানো হয়। আটককৃত সাত জনের মধ্যে ছয় জনকে জরিমানা করে ছেড়ে দেওয়া হলেও আলমাস নামের একজনকে ছাড়েনি।
উল্লেখ্যে, রমজানের আগে জনস্বাস্থ্য ইস্যুগুলোতে ব্যাপক প্রচারণার পাশাপাশি বেশ কিছু কঠোর কর্মসূচি হাতে নিয়েছে সৌদি আরবের বিভিন্ন সিটি কৃর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে খাদ্যের মান নিশ্চিত করতে ইফতার সামগ্রী বিক্রি করা হয় এমন দোকানগুলোতে নিয়মিত অভিযানের ঘোষণা দেওয়া হয়েছিল।