জাতিসংঘের গাজায় অস্ত্রবিরতির আহ্বান
ডেস্ক রিপোর্ট: গাজায় শিগগির অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার সকালে পরিষদের এক জরুরি রুদ্ধদ্বার বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।
জর্ডানের অনুরোধে এ জরুরি বৈঠকে বসেন নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা।
এর আগে, রোববার ইসরায়েলি হামলাকে নৃশংস উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি এ হামলা বন্ধে ইসরায়েলে প্রতি আহ্বান জানান।
রোববার গাজায় হামলা চালিয়ে ৮৭ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। হামাসের হামলায় ১৩ ইসরায়েলি সেনা নিহত হয়। গত কয়েক বছরের মধ্যে গাজায় এটি সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
জাতিসংঘে নিযুক্ত রুয়ান্ডার রাষ্ট্রদূত ইগুয়েন গাসানা জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্য দেশগুলো গাজায় হামলার তীব্রতা বৃদ্ধির বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।
এদিকে, গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার মিসরে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত জন কেরি। তিনি ২০১২ সালের নভেম্বরের যুদ্ধবিরতির বিষয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হয়েছিল, তা পুনরায় কার্যকরের বিষয়ে মিসরীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মিসরের উদ্যোগে গাজায় অস্ত্রবিরতি কার্যকরের উদ্যোগ নেওয়ো হয়।
ইসরায়েল অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে জানানোও হয়। তবে পরে ইসরায়েল এ অস্ত্রবিরতির বিষয়টি নাকচ করে স্থল অভিযান শুরু করে। হামাসও অস্ত্রবিরতির প্রস্তাব না মেনে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
অন্যদিকে, গাজায় রক্তপাত বন্ধের লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরের শুরুতে বর্তমানে দোহায় অবস্থান করছে জাতিসংঘ মহাসচিব। তিনি সেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল আত্তিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি মিসরে যাবেন।
গত ৮ জুলাই থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ।
তথ্যসূত্র : বিবিসি ও আল-জাজিরা।