চট্টগ্রামে চলন্ত বাসে আগুন দগ্ধ ১৫ জন
চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ১৫ জন দগ্ধ হয়েছেন। এ ছাড়া, তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন আরো ছয়জন।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নাপুরায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে বাঁশখালীগামী একটি যাত্রীবাহী বাস নাপুরায় পৌঁছালে ইঞ্জিন থেকে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৫ জন দগ্ধ হন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন আরো ছয়জন। তবে তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
দগ্ধ যাত্রীদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।