বড় পাগল হাছান মাহমুদ:হান্নান শাহ
নিজস্ব প্রতিবেদকঃ গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদকে ‘বড় পাগল’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
তিনি বলেন, হাছান মাহমুদ বলেছেন, গাজায় হামলাকারী ইসরায়েলি ইহুদিদের সঙ্গে নাকি বিএনপির যোগাযোগ আছে। ওনার চেয়ে বড় পাগল আর কেউ নেই।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গাজায় গণহত্যা, বিশ্বব্যাপী মুসলিম নিধন ও ফিলিস্তিনিতে ইসরায়েলি গণহত্যার’ প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি এর আয়োজন করে।
গাজায় হামলার ঘটনায় ইসরায়েলি ইহুদিদের সঙ্গে বিএনপির যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ পোষণ করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, ‘এর আগের বার ইসরায়েল যখন গাজায় হামলা চালালো, তখন আওয়ামী লীগ বিরোধী দলে থেকে সংসদে শোক প্রস্তাব করে। কিন্তু বিএনপি রাজি হয়নি। এখনও তারা নীরব ভূমিকা পালন করছে, যা প্রতিনিয়তই ইহুদিদের সঙ্গে যোগাযোগ থাকার প্রমাণ দিচ্ছে।’
মানববন্ধনে হান্নান শাহ বলেন, ‘সরকার ভারতের মিত্র আর ভারত ইসরায়েলের মিত্র। দেখার বিষয় সরকার গাজায় হামলার ব্যাপারে কি করে। তারা এখন পর্যন্ত চুপ আছে। ফিলিস্তিনিদের জন্য খাদ্য-পানি-ওষুধ সরবরাহের কোনো উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী তার সফরে বিশ্ব নেতাদের সঙ্গে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে কোনো কথা বলেন কিনা সেটিও দেখার বিষয়।’
বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ইসরায়েল পশ্চিমা বিশ্বের শক্তি। আর এদের অর্থের এবং প্রত্যক্ষ মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিতে হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের সঙ্গে এর সহায়তাকারীরা দায়ী বলে মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ইসরায়েলের অস্তিত্ব মূলত টিকিয়ে রেখেছে মুসলিম রাষ্ট্র। ইসরায়েলদের যুদ্ধ জাহাজ ও বিমানে তেল সরবরাহ করছে মিশর।’
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।