মা হতে চলছেন ওয়াকা ওয়াকা খ্যাত সাকিরা
বিনোদন ডেস্কঃ দ্বিতীয়বারের মতো মা হতে চলছেন ওয়াকা ওয়াকা খ্যাত ও কলোম্বিয়ান পপ গায়িকা সাকিরা।
দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
গণমাধ্যম বলছে, সাকিরা এবং তার বয়ফেন্ড স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিক দ্বিতীয়বারের মতো মা-বাবা হতে চলছেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-জার্মানি ম্যাচের আগে সমাপনী অনুষ্ঠানে সাকিরার পরিবেশনার পর থেকেই তার সন্তান সম্ভাব্য হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। ওই অনুষ্ঠানে সাজসজ্জার ক্ষেত্রেও রক্ষণশীলের ভূমিকা নেন তিনি।
কলম্বিয়ার বারানকুইল্লাতে বিভিন্ন অনুষ্ঠানে পারফরমেন্সের সময় খোলামেলা নৃত্য ও গানের জন্য ব্যাপক সাড়া জাগান সাকিরা। যার ছোঁয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও লাগে। যেখানে তিনি লাল রঙয়ের পোশাকে বিভিন্ন দেশের পতাকা তুলে ধরেন।
কলম্বিয়ান পত্রিকা ক্যারাকল নোটিসিয়াস সর্ব প্রথম সাকিরার দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টি প্রকাশ করে।
ওই প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলে, পপ গায়িকা সাকিরা ৩ মাসের অন্তঃসত্ত্বা। স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে বেশ সতর্কতা অবলম্বন করছেন তিনি।
৩৭ বছর বয়সী শাকিরা ও ২৭ বছরের পিকের প্রথম সন্তান মিলান গত বছরের জানুয়ারিতে জন্ম নেয়।