বিএনপির ষড়যন্ত্র সম্পর্কে বেশি সচেতন থাকতে হবে : সুরঞ্জিত সেনগুপ্ত
নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বিএনপির রাজপথের আন্দোলনের চেয়ে তাদের সরকারবিরোধী ষড়যন্ত্র সম্পর্কে বেশি সচেতন থাকার জন্য আওয়ামী লীগের নেতা-কমীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিম এমপির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দীন মিয়া, রুপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ব্যারিস্টার জাকির আহমেদ ও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাবেক সভাপতি মিনহাজ্ব উদ্দিন মিন্টু প্রমুখ।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ রাজনীতির ময়দানে বিএনপির কোন আন্দোলন দৃশ্যমান নেই। তাই সে ব্যাপারে আলোচনা না করাই ভালো।’
তিনি বলেন, ‘ আগস্ট মাস আওয়ামী লীগের জন্য শুধু শোকের মাস নয়, এ মাস দলটির জন্য অভিশপ্ত মাস।’
তিনি বলেন, ‘ এ মাসে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেননা আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সফল হয়েছিল বর্তমান সময়ে এ ষড়যন্ত্র সফল হবে না।
আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, একটি নির্বাচিত সরকারকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করার হুমকি দেয়া গণতন্ত্র ও সংবিধান সম্মত নয়।
তিনি বলেন, নির্বাচিত সরকারকে আরেকটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থেকে সরাতে হয়। অন্য কোন উপায়ে নয়।
তিনি বলেন, একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিএনপি গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করলে কোন কথা নেই। তবে আন্দোলনের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদকে উস্কে দেওয়া হলে বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশ জনগণের জানমাল রক্ষায় যে ব্যবস্থা নিয়ে থাকে, বর্তমান সরকারও ওই ব্যবস্থা গ্রহণে পিছ পা হবে না।
তিনি বলেন, সরকার পতনের আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। কেননা জনগণ তো দূরের কথা, তাদের নেতা-কর্মীরাও এখন বেগম খালেদা জিয়ার সাথে নেই।
তিনি বলেন, আগস্ট মাসে বাঙ্গালী জাতির যে সর্বনাশ হয়েছে তা পুষিয়ে নিতে আরো বহুদিন সময় লাগবে। কেননা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে অসাম্পদায়িক দেশকে সাম্প্রদায়িক দেশে পরিণত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করা হয়েছিল।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শই আওয়ামী লীগের আদর্শ। তাঁর আদর্শ ছাড়া অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।