চীনের কারখানায় বিস্ফোরণে ৬৫ জনের মৃত্যু,আহত ১৫০
আন্তর্জাতিক ডেস্কঃ: চীনের পূর্বাঞ্চলে শনিবার একটি কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ৬৫ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ১৫০ জন । এটি একটি শিল্প দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) ইন্টারনেটে জানায়, সাংহাইয়ের পাশের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুর কুনশান নগরীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
শনিবার সকালে একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। জেনারেল মটর্সসহ মার্কিন কোম্পানিগুলোর গাড়ির যন্ত্রাংশ নির্মানের সঙ্গে কারখানাটি জড়িত। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। খবর এএফপি’র।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, অনলাইনে পোস্ট করা ছবিতে ছিন্ন ভিন্ন একটি মৃতদেহকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা যায়। অপর একটি ছবিতে বেশ কয়েকজন কর্মীকে কারখানা কম্পাউন্ডের বাইরে পুড়ে যাওয়া পোশাকে বসে থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, গত বছর চীনের উত্তরপূর্বাঞ্চলের একটি হাঁস-মুরগির খামারে এক অগ্নিকাণ্ডে ১১৯ জন প্রাণ হারায়।