ইসরাইলের গোলায় দক্ষিণ গাজায় ২৭ জন নিহত
গাজা সিটি, ১ আগস্ট ২০১৪ (এইদেশ এইসময়ঃ/এএফপি) : শুক্রবার দক্ষিণ গাজায় ইসরাইলের ব্যাপক গোলাবর্ষণে কমপক্ষে ২৭ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছে।
যুদ্ধ বিরতি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টার পর এই হামলা চালানো হয়।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় এই সাঁজোয়া হামলা চালানো হচ্ছে। এতে ডাক্তাররা লাশ ও আহতদের সরানোর জন্য সুযোগ পাচ্ছে না। ইসরাইলী সেনাবাহিনী বলছে, গাজার জঙ্গীরা ইসরাইলের বিরুদ্ধে নতুন করে রকেট নিক্ষেপ করায় তারা এই হামলা চালাচ্ছে।
জরুরি বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা ২৭ জনের নিহতের কথা বলেছেন। এর আগে রাফায় হাসপাতাল সূত্র ৩০ জনের নিহতের কথা বলেছিলো।
Posted in: আর্ন্তজাতিক