আমার আত্মজীবনীতে আসল সত্য জানা যাবে : নটবর সিংয়ের অভিযোগের জবাবে সোনিয়া
নয়াদিল্লী, ৩১ জুলাই (এইদেশ এইসময়): কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বৃহস্পতিবার ইউপিএ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের অভিযোগের জবাব দিয়েছেন।
আত্মজীবনী প্রকাশের আগে বুধবার নটবর সিং এক বিস্ফোরক সাক্ষাৎকারে বলেছিলেন, অন্তরাত্মার ডাকে নয়, ছেলে রাহুলের আপত্তিতেই নাকি প্রধানমন্ত্রী হননি সোনিয়া গান্ধী।
সরাসরি নটবর সিংয়ের বক্তব্য নিয়ে কোনও মন্তব্য না করে সোনিয়া জানালেন, তিনি তার নিজের আত্মজীবনী লিখবেন। সেখানেই আসল সত্যিটা বের হবে।
নটবর সিং তার সাক্ষাৎকারে কংগ্রেস সভানেত্রীকে স্বৈরাচারী ও কৌশলী বলে সরাসরি আক্রমণ করেছেন।
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর মতে রাহুল নাকি ভেবেছিলেন প্রধানমন্ত্রী হলে বাবা রাজীব গান্ধী আর দাদী ইন্দিরা গান্ধীর মতই হয়ত খুন হতে হবে তার মাকে। আর তাই নাকি সোনিয়া গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাহুল। নটবর সিংয়ের দাবি ছেলের আপত্তিতেই নাকি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর গদিতে বসা হয়নি সোনিয়ার।
একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে সোনিয়া বলেন, ‘আমি আমার নিজের বই লিখবো, আর তাতেই সবাই আসল সত্যিটা জানতে পারবেন।’
কংগ্রেস সভানেত্রী বলেন, ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমি এই বিষয়টি দেখছি এবং দ্রুত লেখা শুরু করবো।’