গাজায় ইসরাইলি হামলায় নিহত ১২
আন্তর্জাতিক ডেস্কঃ:ইসরাইলের প্রচ-গোলা বর্ষণে বুধবার ভোরে অন্তত তিন শিশুসহ ১২ ফিলিস্তিনী নিহত হয়েছে। এই নিয়ে গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ ২৩ দিনে পৌঁছল।
গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের গোলা বর্ষণে ১১ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়ে নিহত হয়েছে। খবর এএফপি’র।
জরুরি বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, ছোট উপকূলীয় এলাকায় একটি গোলা হামলায় ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনী কিশোরী নিহত হয়েছে।
আশরাফ আরো বলেন, এর পরপরই গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীতে অপর একটি হামলায় এক শিশুসহ একই পরিবারের নয় সদস্য নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানায় যায়নি।
গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফাহ্য় আজ ভোরে ইসরাইলের হামলায় এক মধ্যবয়সী ফিলিস্তিনী নিহত হয়েছে।
আশরাফ জানান, ইসরাইলের চলমান অভিযানে এ পর্যন্ত অন্তত ১ হাজার ২৪২ ফিলিস্তনী নিহত হয়েছে।
অপরদিকে গাজা থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হলে এতে এখন পর্যন্ত ৫৩ ইসলাইলি সৈন্য ও ৩ বেসামরিক লোক নিহত হয়েছে।