গাজায় অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্কঃ: জাতিসংঘ সোমবার বেসামরিক নাগরিকদের কাছে সাহায্য পৌঁছে দেয়ার লক্ষ্যে অবিলম্বে মানবিক অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে।
গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে সহিংসতা তৃতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে এবং কোন পক্ষই অস্ত্রবিরতি না মানার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোববার এক জরুরি অধিবেশনে বসে।
পরিষদ রোববার মধ্যরাতের পর এক বিবৃতির মাধ্যমে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদের সময়ে অস্ত্রবিরতির এ আহ্বান জানালো।
নিরাপত্তা পরিষদ অবিলম্বে এবং শর্তহীন মানবিক অস্ত্রবিরতির পক্ষে দৃঢ়সমর্থন ব্যক্ত করে উভয়পক্ষকে তা গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গাজায় প্রায় তিন সপ্তাহের ইসরাইলি অভিযানে এ পর্যন্ত এক হাজার ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি ও ৪৩ ইসরাইলি সৈন্য প্রাণ হারিয়েছে।