যুদ্ধবিরতির সময়সীমা বাড়াতে রাজি ইসরাইল
আন্তর্জাতিক ডেস্কঃ: ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরাইল যুদ্ধবিরতির সময়সীমা আরো ২৪ ঘন্টা বাড়াতে রাজি হয়েছে। কিন্তু হামাস সতর্ক করে বলেছে, ইসরাইলী ট্যাংক প্রত্যাহার না করা পর্যন্ত কোন অস্ত্রবিরতি নয়।
জাতিসংঘের অনুরোধে মানবিক কারণে ইসরাইলী মন্ত্রীসভা যুদ্ধবিরতি স্থানীয় সময় রোববার মধ্যরাত পর্যন্ত বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে।
কিন্তু এক বিবৃতিতে হামাস বলেছে, গাজা থেকে ইসরাইলী ট্যাংক প্রত্যাহার না করা হলে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনীদের ঘরে ফিরতে না দেয়া পর্যন্ত কোন অস্ত্রবিরতি কার্যকর হবে না।
এর আগে শনিবার উভয়পক্ষের ১২ ঘন্টার অস্ত্রবিরতি শেষ হতে না হতে হামাস ইসরাইলের দক্ষিণাঞ্চল ও তেলআবিবে রকেট হামলা চালিয়েছে। হামাসের সামরিক শাখা এজেদিন আল কাশাম ব্রিগেড এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ইসরাইলী সেনা মুখপাত্র জানান, এর জবাবে তারা গাজার দক্ষিণাঞ্চল রাফায় গোলা হামলা চালিয়েছে, যেখান থেকে রকেট ছোঁড়া হয়েছে।