নিখোঁজ সেনা নিহত বলে ইসরাইলের ঘোষণা
গাজা সিটি, ৩ আগস্ট, এইদেশ এইসময়ঃ ইসরাইলী সেনাবাহিনী নিখোঁজ সেনা হাদার গলদিনের নিহত হওয়ার খবর প্রকাশ করেছে।
সেনাবাহিনী প্রধান রাব্বির নেতৃত্বাধীন একটি বিশেষ কমিটি রোববার এক ঘোষণায় জানায়, সেকেন্ড লেফটেন্যান্ট হাদার গলদিন শুক্রবার গাজা উপত্যকার যুদ্ধে নিহত হয়েছে।
তবে সেনা মুখপাত্র সৈন্যটির লাশ কোথায় পাওয়া গেছে সেসম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
এর আগে ইসরাইল দাবি করেছিল, হামাস হাদার গলদিনকে অপহরণ করেছে।
অপহরণের এ অভিযোগকে কেন্দ্র করে ইসরাইল শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত হামলা তীব্রতর করে এবং ১০১ ফিলিস্তিনীকে হত্যা করে।
হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল কাশাম বিগ্রেড শুক্রবার সকালে তাদের সদস্যদের অতর্কিত হামলা ও এতে দু’ইসরাইলী সৈন্যের নিহত হওয়ার খবর নিশ্চিত করে। কিন্তু সেনা অপহরণের কথা অস্বীকার করে।