জয়পুরহাটে প্রতিবন্ধী ভাতা বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ জয়পুরহাট জেলা সমাজসেবা অধিদপ্তর ২০১৩-২০১৪ অর্থবছরে ২ হাজার ২৯১ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে ৯৬ লাখ ২২ হাজার ২শ’ টাকা ভাতা বিতরণ করেছে।
সমাজসেবা অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, অসচ্ছল প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বর্তমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে এই কর্মসূচি শুরু করে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ বাসস’কে বলেন, বর্তমান সরকারের সফল কর্মসূচি অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা বিতরণ। প্রতিজনকে মাসিক ৩৫০ টাকা হারে এই ভাতা প্রদান করা হয়ে থাকে। ২০১৩-১৪ অর্থবছরে জেলার ২ হাজার ২৯১ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে ৯৬ লাখ ২২ হাজার ২শ’ টাকা ভাতা বিতরণ করা হয়েছে।