বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » Uncategorized » হোয়াইট হাউজের সামনে গাজা সমর্থকদের বিক্ষোভ

হোয়াইট হাউজের সামনে গাজা সমর্থকদের বিক্ষোভ 

1111

ওয়াশিংটন, ৩ আগস্ট, এইদেশ এইসময়ঃ : গাজায় ইসরাইলের অব্যাহত হামলার বিরুদ্ধে হাজার হাজার বিক্ষোভকারী ফিলিস্তিনী পতাকা গায়ে জড়িয়ে শনিবার হোয়াইট হাউজের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। তারা গাজায় হামলা বন্ধের পাশাপাশি শান্তির জন্যও আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের তরুণ থেকে বৃদ্ধ এবং পিতামাতার সঙ্গে সন্তানেরাও এ বিক্ষোভ সমাবেশে অংশ নেয় এবং ‘ইসরাইলে মার্কিন সহায়তা বন্ধ করো’ এবং ফিলিস্তিন থেকে ইসরাইল হাত গোটাও’ শ্লোগান দেয় ।
আমর জামাল তার পরিবার নিয়ে বিক্ষোভে অংশ নেন। তার ভাষায়, ‘গাজা কখনো ধ্বংস হবে না। কখনই না’।
ফিলিস্তিনি বংশোদ্ভূত ৭০ বছর বয়সী জামাল আরো বলেন, শান্তি প্রতিষ্ঠার এখনই সময়। কারণ রক্তপাত গাজাকে ধ্বংস করতে পারবে না। বরং সমস্ত মধ্যপ্রাচ্যই সংকটে পড়বে।
বিক্ষোভে অংশ নেয়া অনেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করে। একজনের ব্যানারে লেখা ছিল, ‘নেতানিয়াহু আর হিটলার একই। কেবল নাম ভিন্ন’।
এছাড়া বিক্ষোভকারীরা ইসরাইলে মার্কিন সামরিক সহায়তার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত আট জুলাই ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। সেথেকে এ পর্যন্ত গাজায় ১৭শ’রও বেশি বেসামরিক লোক প্রাণ হারায়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone