ভোর না হতেই গাজায় ইসরাইলী হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
গাজা সিটি (ফিলিস্তিন ভূখন্ড), ৪ আগস্ট, ২০১৪, এইদেশ এইসময়ঃ গাজা উপত্যকায় সোমবার ভোরে ইসরাইলী হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইল ও হামাসের মধ্যে চার সপ্তাহের সংঘাতে এ নিয়ে এক হাজার ৮শ’ ২২ জন ফিলিস্তিনি নিহত হলো। নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক। খবর এএফপির।
গাজার জরুরি সেবা বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, আজ ভোর হতে না হতে ইসরাইলের হামলায় জাবালিয়ায় পাঁচজন, জিতুন ও শেখ রাদওয়ানে তিনজন এবং নুসিরাত ও রাফায় দু’জন নিহত হয়েছে।
এদিকে ২৮ দিন ধরে গাজায় ইসরাইলী হামলায় নয় হাজারের বেশী মানুষ আহত হয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনীর দাবি গত ৮ জুলাই অভিযান শুরুর পর তারা গাজা উপত্যকায় চার হাজার ৬৮৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সময় গাজা থেকে ইসরাইল ভূখ- লক্ষ্য করে দুই হাজার ৫৬০টি রকেট ও মর্টার শেল ছুঁড়েছে হামাস। এসব হামলায় ইসরাইলের ৬৪ জন সেনা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এদিকে ফিলিস্তিনে অবস্থিত জাতিসংঘের একটি বিদ্যালয়ে ভয়াবহ হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দার প্রেক্ষাপটে ইসরাইল সোমবার গাজায় সাত ঘণ্টা অস্ত্রবিরতি পালনের ঘোষণা দিয়েছে।
জাতিসংঘের ওই বিদ্যালয়ে হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দার পর তারা এক তরফা এ অস্ত্র বিরতির ঘোষণা দিল।