চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯
আন্তর্জাতিক ডেস্কঃ চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯। মৃতের সংখ্যা আকস্মিক বাড়ার এ খবর বুধবার কর্মকর্তারা জানিয়েছে।
দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে রোববার আঘাত হানা এ ভূমিকম্পে একটি গ্রাম পুরো ধ্বংস হয়ে গেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.১।
এর আগে মঙ্গলবার মৃতের সংখ্যা ৪১০ বলা হয়েছিল। মৃতের সংখ্যা হঠাৎ এতো বাড়ার কারণ সম্পর্কে কর্মকর্তারা কিছু বলেনি।
দেশটির বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় বলছে, ভূমিকম্পে ২ হাজার ৪শ ১ জন আহত হয়েছে। ২ লাখ ৩০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে এবং ৮০ হাজারেরও বেশি বাড়িঘর পুরো কিংবা আংশিক ধসে গেছে।
ভূমিধসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলেও জানা গেছে।