ত্রাণ মন্ত্রণালয় কথা দিয়েও কথা রাখছে না
মোঃ জাফর ইকবাল, ঢাকা : মুন্সীগঞ্জের মাওয়ার পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনায় প্রত্যেকটি লাশের পরিবহণ ও দাফনের জন্য ২০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও তা যথাযথভাবে পাচ্ছেন না বলে দাবি করেছেন নিহতদের আত্মীয়স্বজনেরা। এর আগে সোমবার মাওয়ায় লঞ্চডুবির ঘটনায় প্রতিটি লাশের দাফন ও পরিবহণ খরচ বাবদ ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেয় ত্রাণ মন্ত্রণালয়। অবশ্য প্রাথমিকভাবে কিছু লাশের আত্মীয়স্বজনদের কাছে এই বরাদ্দকৃত টাকা দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।
তবে আজ বৃহস্পতিবার যে কয়টি লাশ তাদের আত্মীয়স্বজনরা শনাক্ত করেছেন তাদের পরিবহণ ও দাফনের জন্য কোনো টাকাই দেওয়া হচ্ছে না, এমনটাই দাবি করেছেন শনাক্তকারী স্বজনরা। এ নিয়ে ত্রাণ মন্ত্রনালয়ের একজন অফিস সহকারী মোহাম্মদ সাজাহান ও মাওয়া ঘাটের অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুমের কর্তব্যরত ওসি মজিবের সঙ্গে নিহতদের স্বজনদের বাকবিতণ্ডা হতে দেখা গেছে। সে সময় ওসি মজিবর ওই ত্রাণ কর্মকর্তাকে বার বার জিজ্ঞাসা করেছেন নিহতদের আত্মীয়স্বজনদের টাকা দেওয়া হচ্ছে না কেনো। জবাবে তিনি কিছুই না বলে সেখান থেকে চলে যান। এ বিষয়ে ওসি মজিবরকে প্রশ্ন করলে তিনি এই দেশ এই সময়কে জানান, নিহতদের পরিবহণ ও দাফনের জন্য টাকা দেওয়ার দায়িত্ব আমাদের না। এটার দায়িত্ব আসলে সম্পুর্ণ ত্রাণ মন্ত্রণালয়ের। ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহকারী সাজাহান এই দেশ এই সময়কে জানান, আমরা টাকা নিয়ে বসে আছি। কিন্তু যারা লাশ শনাক্ত করছেন, সেটা আসলেই তাদের আত্মীয়স্বজন কিনা সেটা মন্ত্রণালয়ের যাচাই বাছাই করে টাকা দিতে একটু দেরি হচ্ছে।