হৃতিক-কারিনার প্রেমের মরা যে জলে ডোবে নি !
বিনোদন ডেস্ক : হৃতিক রোশান অভিনয় করছেন না শুদ্ধি সিনেমায়। তাই কারিনা কাপুরও নাকি অভিনয় করতে নারাজ এ সিনেমায়। আর তাতেই বলিউড টিনসেলে জোড়ালো গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি তাদের পুরানো প্রেমের আগুন এখনো ধিকিধিকি জ্বলছে। এমনটাই ধারণা করছেন বলিউড বোদ্ধারা।
ভারতের একটি প্রভাবশালী পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, এক সময় তাদের মধ্যে প্রেম ছিল। তখন এ খবর বলিউডে ছিল হট কেকের মতোই। কিন্তু অনেক বেলা গড়িয়েছে। এখন তো দুজনেই দুই দুনিয়ার বাসিন্দা। তার পরেও প্রেমের মরা যে জলে ডুবে না! সেই সূত্র মতে, এখনো হয়তো কোনো একটা বিষয় তাদের মধ্যে আছেই। নইলে দুজনে শুদ্ধি নিয়ে এমন টাল বাহানা করবেনই বা কেন?
এখন অনেকের মনেই প্রশ্ন, এই তারকা এখনো কি বন্ধু নাকি অন্য কিছু? এর উত্তর না পাওয়া গেলেও কারিনা হৃতিকের মধ্যে যে, কিছু একটা বেশ শক্তপোক্তভাবেই আছে তা পরিষ্কার শুদ্ধি সিনেমার এ ঘটনা দিয়ে। যদিও ‘ইয়াদে’, কাভি খুশি কাভি গম’, মুঝসে দোস্তি করোগে’, ম্যায় প্রেম দিওয়ানি হু’ ছবিতে এক সঙ্গে কাজ করেছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত শুদ্ধি সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিলেন হৃতিক। আর তাই হয়তো কারিনাও থাকছেন না এ ছবিতে।
শুদ্ধিতে হৃতিকের স্থলাভিষিক্ত হচ্ছেন সালমান খান। এ ছবিতে তিনি নাকি একশ পঞ্চশ কোটি রুপির কাছিকাছি পারিশ্রমিক নিচ্ছেন। তবে এ অভিনেতা ছড়িয়ে পড়া এ গুজবটি উড়িয়ে দিয়েছেন। বলেছেন, হিন্দি ছবি থেকে এখনো এত টাকা পাওয়া যায় না। এদিকে হৃতিক সরে যাওয়া সম্পর্কে করন মালহোত্রা জানিয়েছেন, ব্যাপারটার মধ্যে কোনো ক্রিয়েটিভ দ্বন্ধ নেই। হৃতিক একেবারেই ব্যক্তিগত কারণে সরে গিয়েছে।
সেই ব্যক্তিগত কারণটা কি তার পুরোনো প্রেমিকা কারিনা! না অন্য কিছু সে প্রশ্নই উড়ছে বলিউডে।