ডি মারিয়ার দাম বেশি !
ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের খেলোয়াড় অ্যাঙ্গেল ডি মারিয়াকে দলে ভেড়াতে চেষ্টা করেছিল ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন। আর্জেন্টিনার এই তারকার জন্য রিয়াল দাম হাঁকিয়েছে ৮০ মিলিয়ন ইউরো।
তারপরও চেষ্টার ত্রুটি রাখেনি পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। তাই আঙ্গুর ফল টকের মতো পিএসজির চেয়ারম্যান নাসের আল খলিফা জানিয়েছেন, ডি মারিয়ার দাম বেশি। ডেভিড লুইসকে উপস্থাপন করার সময় এমনটাই জানিয়েছেন তিনি।
তিনি বলেন. ‘আমার বন্ধু ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে আমি ডি মারিয়ার বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি। একটি সমাধানে আসার চেষ্টা করেছি। কিন্তু আমাদের জন্য রিয়ালের খেলোয়াড়টি একটু বেশি দামি। আর সে কারণে আমরা আর তার বিষয়ে অগ্রসর হইনি।’
তিনি আরো জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ডেভিড লুইসকে নিয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছেন তিনি।