বার্সার চার অধিনায়ক
ক্রীড়া ডেস্ক : ইনজুরির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত অবসরই নিয়ে ফেললেন বার্সেলোনার নিয়মিত অধিনায়ক কার্লোস পুয়োল। এরপর জাভি হার্নান্দেজ অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন।
আর নতুন মৌসুমের জন্য তাকেই অধিনায়কের দায়িত্বে বহাল রেখেছে বার্সা। ক্যাম্প ন্যুতে সতীর্থদের ভোটে এ দায়িত্ব পান স্প্যানিশ মিডফিল্ডার। বার্সার হয়ে ৭টি লা লিগা, ৩টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ২টি কোপা দেল রে’র শিরোপা জিতেছেন জাভি।
আসন্ন মৌসুমের জন্য মোট ৪ জন অধিনায়ক ঘোষণা করেছে বার্সা কর্তৃপক্ষ। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বুসকেটস।
গত মৌসুমে পুয়োল, জাভির পর তৃতীয় অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেস। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ক্লাব ছেড়ে দেন। লিগামেন্টের ইনজুরির কারণে ভালদেস আপাতত কোনো ক্লাবের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।