বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দুর্নীতি ঢাকতেই জাতীয় সম্প্রচার নীতিমালা করছে বর্তমান সরকার: রফিকুল ইসলাম

দুর্নীতি ঢাকতেই জাতীয় সম্প্রচার নীতিমালা করছে বর্তমান সরকার: রফিকুল ইসলাম 

Rofiqul-Islam-Miah

মোঃ জাফর ইকবাল, ঢাকা : ক্ষমতাসীনরা নিজেদের দুর্নীতি ঢাকতেই জাতীয় সম্প্রচার নীতিমালা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

Rofiqul-Islam-Miah

তিনি বলেন, ‘দুনীতি আর গুম-খুন এ সরকারের উন্নয়ন। এসব অপকর্মের চিত্র যাতে গণমাধ্যমে না আসে, সেজন্যই এই নীতিমালার নামে গণমাধ্যমকে নিয়ন্ত্রনের ষড়যন্ত্র হচ্ছে।’

গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এই নীতিমালা প্রতিহত করার আহ্বান জানান বিএনপির এ নেতা। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত ‘প্রস্তাবিত জাতীয় সম্প্রচার নীতিমালা এবং গণতন্ত্রের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘অবৈধভাবে’ ক্ষমতায় টিকে থাকতেই এই নীতিমালা করা হচ্ছে দাবি করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘গণতন্ত্র ও সমাজের সভ্য মানুষের কথায় কান না দিয়ে জাতীয় সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশ করেছে। এর অর্থ সরকারের পায়ের তলায় মাটি নেই।’

রফিকুল ইসলাম আরো বলেন, ‘সাংবাদিক সমাজ আজ দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে ঐক্যতা থাকলে সম্প্রচার নীতিমালা করা সম্ভব হতো না। সাংবাদিকরা হলো গণতন্ত্রের প্রাণ।’

দলমত নির্বিশেষ ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলনের নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জেল, জুলুম ও নির্যাতন সত্ত্বেও সাহস নিয়ে এ অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমে এ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুরুদ্ধার করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নবী উল্লাহ নবী, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারসহ আরো অনেকে।

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone