সন্দেহজনক কিছু ছবি পেয়েছে জরিপ-১০
নিজস্ব প্রতিবেদক : পদ্মা নদীর তলদেশে সন্দেহজনক কিছু ছবি পেয়েছে জরিপ-১০। এগুলো ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬-এর কি না, তা অনুসন্ধানে ডুবুরি নামানো হচ্ছে।
শনিবার দুপুরে মাওয়া ঘাটের এক কিলোমিটারের মধ্যে সন্দেহজনক বস্তুর ছবি জরিপ-১০-এর সোনার স্ক্যানে দেখা যায়।
উদ্ধারকাজের সমন্বয়ক ক্যাপ্টেন নজরুল এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মঞ্জুর বলেন, পদ্মার তলদেশে কিছু ছবি পেয়েছে জরিপ-১০। এগুলো পিনাক-৬ এর বলে ধারণা করা হচ্ছে।
পিনাক-৬ এর সন্ধানে শুক্রবার যোগ দেয় চট্টগ্রাম বন্দরের সার্ভে ভেসেল জরিপ-১০। তল্লাশি অভিযানে জরিপ-১০ এর সঙ্গে আছে টাগ বোট কাণ্ডারি-২, অনুসন্ধান জাহাজ সন্ধানী, তিস্তা ও নৌবাহিনীর এলসিটি-০১২।
আকারে ছোট হলেও জরিপ-১০ এর কার্যক্ষমতা বেশি। চলার পথে দুই পাশে প্রায় ৩শ’ মিটার পর্যন্ত স্ক্যান করতে পারে। পাশাপাশি পানির নিচে পলিমাটি ও কাদামাটিতে ৭০ মিটার এবং বালি মাটিতে ১৮ মিটার গভীর পর্যন্ত পর্যবেক্ষণ চালানোর ক্ষমতা রয়েছে জরিপের।