বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » চীনের যাত্রীবাহী বাস খাদে নিহত ৪৪

চীনের যাত্রীবাহী বাস খাদে নিহত ৪৪ 

ডেস্ক রিপোর্ট : চীনের তিব্বতে শনিবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন। বাসটির অধিকাংশ যাত্রী ছিলেন পর্যটক।
যাত্রীবাহী বাসটি একটি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) ও একটি পিক-আপকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ১০ মিটার নিচু খাদে পড়ে যায়। বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন। এসইউভিতে ছিলেন ৪ জন এবং পিক-আপে ছিলেন ১ জন।

china

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া অনলাইনে রোববার এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ৩১৮ নম্বর জাতীয় সড়কে নিমো কাউন্টিতে শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
আনহু, সাংহাই, সাংডং এবং হেবেই অঞ্চলের যাত্রীরা বাসটিতে ছিলেন। আহতদের তিব্বতের রাজধানী লাসার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone