পিকের বোমা বড়ই ভয়ানক!
স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনা তারকার কাজে আক্ষরিক দুষ্টুমির গন্ধ। যাতে বেজায় চটেছেন অপ্রস্তুত হয়ে পড়া বিমানকর্মীরা। হেলসিঙ্কিগামী বিমানে বোমা ফাটিয়ে শোরগোল ফেলে দিয়েছেন জেরার্ড পিকে!
বার্সার হয়ে প্রীতি ম্যাচ খেলতে হেলসিঙ্কি উড়ে যাওয়ার সময় বিমানেই দুষ্টুমিটা করেন পিকে। বিমানের পিছন দিকে, বিমানকর্মীদের আসনের কাছে উঠে গিয়ে ফাটিয়ে দেন একটি দুর্গন্ধ-বোমা বা ‘স্টিঙ্ক বোম্ব’।
অন্য যাত্রীরা পিকের কীর্তি ধরতে না পেরে গন্ধের উৎস সন্ধানে বিমানসেবিকাদের দিকেই সন্দেহের চোখে তাকান। শেষ পর্যন্ত প্রত্যেক যাত্রীর কাছে দুর্গন্ধের জন্য ক্ষমা চাইতে হয় বিমানকর্মীদের। স্বভাবতই তারা পিকেকে সহজে ক্ষমা করতে পারছেন না।
তবে পপ তারকা শাকিরার জুড়িদার নাকি এমন করেই থাকেন। কখনো কখনো তার সঙ্গে জোট বাধেন লিওনেল মেসি! যেমন বার্সেলোনার এক কর্মীর মোপেডে কান ঝালাপালা শব্দ হত বলে দুই জনে মিলে জ্বালিয়েই দিয়েছিলেন সেটা। অবশ্য পরের দিনই ঝকঝকে নতুন মডেল কিনে উপহার দিয়েছিলেন তাকে।
টিম বাসে ঢিল মারার ভান করে মুঠো মুঠো সূর্যমুখীর বীজ ছুড়ে মারার দায়ে পিকের নামে অভিযোগ জানিয়েছিলেন কার্লোস পুয়োল। এমনকী নিজের এবং শাকিরার ছেলের জন্মের আগেই বাবা হয়েছেন বলে রটিয়ে বোকা বানিয়েছিলেন গোটা স্প্যানিশ সংবাদমাদ্যমকে। পিকের বোমা বড়ই ভয়ানক!
সূত্র : আনন্দবাজার