বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » সেমিফাইনালে সানিয়া-কারা

সেমিফাইনালে সানিয়া-কারা 

স্পোর্টস ডেস্কঃ  রজার্স কাপে মেয়েদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে নিজেদের চমৎকারভাবে মেলে ধরলেন ইন্দো-জিম্বাবোয়ে জুটি সানিয়া মির্জা- কারা ব্ল্যাক। সেইসঙ্গে আমেরিকার জোনস এবং এবিগেল স্পিয়ার্স-কে ৬-২, ৬-১ ফলে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠলেন সানিয়ারা।

sania

মাত্র ৫২ মিনিটের লড়াইয়ে জোনসদের ছিটকে দিয়েছেন সানিয়া মির্জা ও তাঁর জিম্বাবোয়ের পার্টনার কারা ব্ল্যাক। প্রথ্‌ম সেটে কিছুটা লড়াই করেছিলেন আমেরিকান জুটি। কিন্তু দ্বিতীয় সেটে দাঁড়াতেই দেননি তারা।

সেমিফাইনালে চাইনিস তাইপে ও চিনের প্রতিদ্বন্‌দ্বীর বিরুদ্ধে লড়বেন সাইনারা। সেমিফাইনালে উঠে উচ্ছ্বসিত সাইনা। তিনি বলেছেন, ‘শক্ত লড়াই জিতলাম। সেমিফাইনালে আরও কঠিন লড়াই। সু উই-দের বিরুদ্ধে জিততে পারিনি। ওদের হারিয়ে ফাইনালে যেতে চাই।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone