শাহরুখকে রাখি পরালেন মমতা
বিনোদন ডেস্কঃ কলকাতা পুলিশের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দুপুরেই শহরে এসে পৌঁছান ‘কিং খান’৷শাহরুখ আসছেন খবর পেয়ে সকাল থেকেই বিমানবন্দরে ভিড় জমান তার অসংখ্য ভক্তরা৷ কলকাতায় পা রেখেই তীব্র নিরাপত্তার বেষ্টনীর মধ্যেই শাহরুখ সোজ পৌঁছে যান অনুষ্ঠানেকলকাতায় এসেছেন, আর নিজের ‘দিদি’র সঙ্গে দেখা করে যাবেন না, তেমনটা কী আর হয়! রবিবারই আবার ‘রাখি উৎসব’৷ তাই নিজের প্রিয় ‘ভাই’কে এদিন খালি হাতে যেতে দেননি মূখ্যমন্ত্রী মমতা৷
অনুষ্ঠানেই শাহরুখের হাতে পরিয়ে দিলেন সোনালী রঙের রাখি৷ সঙ্গে সঙ্গে টুইটারেও সেই ছবি পোস্ট করতে ভোলেননি বলিউড বাদশা৷
শাহরুখ টুইট করেন, ‘ সবাইকে হ্যাপি রাখি। আমার রাখি উৎসব আজ থেকেই শুরু হয়ে গেল৷ মমতাদি হাতে পরিয়ে দিয়েছেন রাখি৷ সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করায় কলকাতা পুলিশকে আমার অসংখ্য ধন্যবাদ৷’