সড়ক-মহাসড়কের পশুর হাট না বসানোর জন্য নির্দেশ :যোগাযোগমন্ত্রী
নারায়ণগঞ্জ প্রতিনিধি : আগামী কোরবানির ঈদে দেশের সড়ক-মহাসড়কের কোথাও পশুর হাট না বসানোর জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, গত রোজার ঈদে সড়ক ও মহাসড়কে জনসাধারণকে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগে পড়তে হয়নি। কোরবানির ঈদ ও দুর্গাপূজায় যাতে সড়কপথে জনগণকে দুর্ভোগ ও যানজটে পড়তে না হয়, সেজন্য এখন থেকে সমন্বিত কর্মসূচি নেওয়া হয়েছে.যোগাযোগমন্ত্রী বলেন, জাইকার অর্থায়নে দ্বিতীয় কাঁচপুর ব্রিজ, দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতুর কাজ ২০১৫ সালের জানুয়ারিতে শুরু হবে এবং সৌদি আরবের অর্থায়নে শীতলক্ষ্যা সেতুর কাজও স্বল্প সময়ের মধ্যে শুরু হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের বিষয়ে যে মন্তব্য করেছেন এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, একমাত্র তিনিই তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন।সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত চার লেনের নির্মাণকাজ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া, পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিনসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।