জনগণের ইচ্ছে অনুযায়ী আন্দোলন হবে:ফখরুল
নিজস্ব প্রতিবেদক : বিএনপির সরকারবিরোধী আন্দোলন জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, জনগণের ইচ্ছে অনুযায়ী আন্দোলন হবে। আর বিএনপি জনগণকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনে নেতৃত্ব দেবে।মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের করফারেন্স রুমে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘জাতীয় সম্প্রচার নীতিমালা স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পরিপন্থি’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।সরকার গণতন্ত্রের পোশাকে একদলীয় বাকশাল কায়েম করতে চায় অভিযোগ করে বিএনপির এ মুখপাত্র বলেন, এর অংশ হিসেবে ক্ষমতাসীনরা ক্ষমতাকে নিরঙ্কুশ কর
তে গণতন্ত্রসহ মুক্তিযুদ্ধের সব অর্জনকে নস্যাৎ করেছে.জাতীয় সম্প্রচার নীতিমালাকে সরকারের বাকশাল কায়েমের পরিকল্পনার অংশ আখ্যা দেন বিএনপির এ নেতা। তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ তারা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু ক্ষমতায় এসে আসল চেহারা দেখায়। এখন তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চক্রান্ত করছে।তিনি বলেন, ‘আমি বিস্মিত হই, যখন দেখি গণতন্ত্রের জন্য আন্দোলন করা কিছু সাংবাদিক ফ্যাসিবাদী সরকারের কাজের সমর্থন করেন।’মির্জা আলমগীর বলেন, বিএনপির ক্ষমতায় যাওয়া নয় বরং গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে কিনা সেটিই এখন বড় প্রশ্ন। গণতন্ত্র ফিরিয়ে আনতে দলমত নির্র্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজ উল্লাহ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।