সম্প্রচার নীতিমালা দিকনির্দেশক, আইন নয়:তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রচার নীতিমালা দিকনির্দেশক, আইন নয়। সম্প্রচারের দায়বদ্ধতা নিশ্চিতে এই নীতিমালা করা হয়েছে।তিনি দাবি করেন, নীতিমালায় তথ্য মন্ত্রণালয়কে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। বরং মন্ত্রণালয় সম্প্রচার মাধ্যমের ওপর থেকে বিদ্যমান দায়িত্ব গুটিয়ে নিয়ে কমিশনের হাতে সেই দায়িত্ব অর্পণের জন্য স্বপ্রণোদিত হয়ে এ নীতিমালা প্রণয়ন করেছে।আজ সোমবার দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সম্প্রচার নীতিমালা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে সম্প্রচার নীতিমালা নিয়ে বিভিন্ন সমালোচনার জবাব দেন তিনি।নীতিমালা প্রণয়ন কমিটির সদস্যদের মতামত যথাযথভাবে প্রতিফলন হয়নি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইনু বলেন, কমিটির সদস্যদের যুক্তিযুক্ত প্রস্তাব সবই গ্রহণ
করা হয়েছে।এর আগে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গত ৪ আগস্ট টেলিভিশন ও রেডিওর জন্য ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে বৃহস্পতিবার তার গেজেট প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।